আগামী ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কায় একমাসের ক্যাম্প শেষে আগামী ২৪ অক্টোবর প্রথম টেস্ট ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। শ্রীলঙ্কা সিরিজ নিশ্চিত হলেও এখন পর্যন্ত শ্রীলঙ্কা সিরিজের জন্য চূড়ান্ত সময়সূচি প্রকাশ করেনি দুই দেশের ক্রিকেট বোর্ড।
তবে তিন ম্যাচ সিরিজের দু’টি টেস্ট একই ভেন্যুতে হবে বলে নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নারোববার (২৩ আগস্ট) গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি’র প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।
সুজন বলেন, ‘এটা তো শুধু তিন ম্যাচের একটা সিরিজই নয়, সফরটা খুব দীর্ঘ৷ তাছাড়া করোনার কারণে অনেক প্রটোকল আছে। সব নিয়ম মেনে আমাদের এগোতে হবে। ফাইন টিউনিং চলছে। শিগগিরই সূচি চূড়ান্ত হবে। ‘
আকরাম খান বলেন, ‘কলম্বোতে দু’টি টেস্ট হওয়ার সম্ভবনা বেশি। কারণ কলম্বোতে সুযোগ সুবিধা বেশ রয়েছে। ’ করোনা ভাইরাসের কারণে সব পরিস্থিতি পরিবর্তন হয়েছে। যার ফলে ভিন্ন ভিন্ন ভেন্যুতে ম্যাচ আয়োজন থেকে সরে আসছে আয়োজক দেশ।