শ্রীলংকা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব আল হাসান

অবশেষে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড। আগামী মাসে শুরু হওয়ার কথা ছিল শ্রীলংকা প্রিমিয়ার লিগ। কিন্তু আইপিএলের কারণে তা পিছিয়ে গিয়েছে নভেম্বর-ডিসেম্বর মাসে। শ্রীলংকা প্রিমিয়ার লিগে খেলবে পাকিস্তান থেকে একটি দল। ইতিমধ্যেই এই লীগের জন্য চূড়ান্ত হয়ে গিয়েছে পাঁচটি দল।

ডাম্বুলা হকস, গল ডলফিনস, জাফনা কোবরাস, কলম্বো লায়নস এবং ক্যান্ডি তাস্কার্স; এ পাঁচটি দল অংশ নেবে এলপিএলে। ইতিমধ্যেই এই টুর্নামেন্টে খেলার জন্য ৩০ জন বিদেশি খেলোয়াড় আগ্রহ প্রকাশ করেছেন। এর মধ্যে আইকন খেলোয়াড়ের তালিকায় রয়েছে শহিদ আফ্রিদিম শোয়েব মালিক এবং মোহাম্মদ হাফিজের নাম। এছাড়া এবি ডি ভিলিয়ার্স, ইয়ন মরগ্যান, সুনিল নারিন, ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, শেন ওয়াটসন এবং সাকিব আল হাসানদেরও দেখা যেতে পারে এলপিএলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *