৭০০ উইকেট কি পাব আমি? নিশ্চয়-ই পাব : জেমস অ্যান্ডারসন

ইতিহাসের প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬০০ উইকেটের মালিক হয়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার জেমস অ্যান্ডারসন। বিশ্বের অন্যতম সেরা এই ফাস্ট বোলার খেলতে চান আরও কয়েক বছর। এখনই অবসর নিচ্ছেন না তিনি।

গতকাল পাকিস্তানের বিপক্ষে শেষ টেস্ট ম্যাচের পর সাংবাদিকদের সাথে আলাপকালে জেমস অ্যান্ডারসন বলেন, ‘এখন অবসর নেওয়ার সুযোগ নেই। আমি অধিনায়ক জো রুটের সঙ্গে এ বিষয়ে কথা বলেছি। সে আমাকে অস্ট্রেলিয়ায় দেখতে চায় (অ্যাশেজ সিরিজ)। এখনই অবসর নেওয়ার কারণ দেখছি না। আমি ফিটনেস নিয়ে কাজ করছি। নিজের বোলিংয়েও উন্নতি করার চেষ্টা করছি।’

তবে কি ইতিহাসের প্রথম ফাস্ট বোলার হিসেবে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ উইকেট এর মালিক হবেন তিনি। জাতীয় দলের হয়ে আরো দুই বছর খেলার সুযোগ পান তাহলে অবশ্যই ৭০০ উইকেট নিতে চান তিনি এমনটাই জানিয়েছেন, “এখনই মনে হচ্ছে আমার দেওয়ার আরো কিছু আছে। ইংলিশ ক্রিকেটার হয়ে আমি আরও ম্যাচ জিততে চাই।

৭০০ উইকেট কি পাব আমি? নিশ্চয়-ই পাব। প্রথম টেস্ট যখন খেলেছিলাম তখন চিন্তা করিনি যে ৬০০ উইকেট পাব কিংবা আশেপাশ যেতে পারব। আমি নিজেকে ভাগ্যবান এবং গর্বিত মনে করি। দীর্ঘ সময় ধরে আমার প্রচেষ্টার কারণে আমি এখানে আসতে পেরেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *