চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে বিপিএলে খেলবেন লিওনেল মেসি

বার্সেলোনার ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ফুটবল বিশ্বের বর্তমান সময়ের সেরা ফুটবলার লিওনেল মেসি। ২০ বছর ধরে বার্সেলোনার খেলার পর অবশেষে বার্সেলোনাকে টাটা বাই বাই বলছেন মেসি। বিশ্বসেরা এই ফুটবল খেলোয়ার কে দলে নিতে ইতিমধ্যেই উঠে পড়ে লেগেছে বেশ কয়েকটি ফুটবল ক্লাব।

তবে তার মধ্যে অনেকেই করছেন মজা। মেসিকে দলে নিতে চাই অনেক ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি দল। প্রথমে মেসিকে দলে নিতে চেয়েছিল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স। এরপর দিল্লি ক্যাপিটালস। পাকিস্তান সুপার লিগের পেশোয়ার জালমি। সর্বশেষ সেই তালিকায় যোগ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

দলের জার্সিতে মেসির ছবি ফটোশপ করে সমর্থকদের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে দেয়া হয়েছে, মেসিকে দলে চান কি না সমর্থকরা।সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেসির ফটোশপ করা ছবি আপলোড করে তারা লিখেছে, ‘(সমর্থকদের উদ্দেশ্যে) আগামী বিপিএলে লিওনেল মেসিকে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে দেখতে চান? আমাদেরকে জানান।’