টেস্ট সিরিজের পর আজ পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করছে ইংল্যান্ড। করোনাভাইরাস পরবর্তী সময়ে পুরোদমে মাঠে ক্রিকেট খেলছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। প্রথমে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ। সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের পর এবার টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। শুধু তাই নয় ইতিমধ্যে সিরিজ খেলতে ইংল্যান্ড অবস্থান করছে অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দল।
আজ থেকে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ইংল্যান্ডের। ১৬৭ দিন পর ২২ গজে দেখা যাবে টি-টোয়েন্টি ক্রিকেট। ম্যানচেষ্টারে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার প্রথম টি-২০ ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১১টায়। খেলাটি বাংলাদেশ থেকে সরাসরি দেখা যাবে সনি সিক্স চ্যানেলে। এই ফরম্যাটে পাকিস্তানের বিপক্ষেও পারফরমেন্স ভালো ইংল্যান্ডের। আগের ১৫ দেখায় ১০ ম্যাচে জয় পায় তারা। ৪ ম্যাচ জিতে পাকিস্তান।
ইংল্যান্ডের দল : ইয়োইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারস্টো, জেসন রয়, টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ ও ডেভিড উইলি।
পাকিস্তান দল : বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, ইফতিখার আহমেদ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।