দীর্ঘদিন ধরে ঘরবন্দি ছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। মার্চের মাঝামাঝি সময়ে পথ থেকে জুলাই মাস পর্যন্ত ঘরবন্দি ছিল সাকিব তামিম মুশফিক মাহমুদুল্লাহরা। ঘরবন্দী থাকলেও ফিটনেস ঠিক রাখতে প্রতিদিনই পরিশ্রম করেছে ক্রিকেটার। ক্রিকেটারদের জন্য একক অনুশীলনের ব্যবস্থা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৯ জুলাই থেকে শুরু হয় এই অনুশীলন। ৪০ দিন হয়ে গেছে অনুশীলনে নেমেছে টাইগাররা।
সামনে শ্রীলঙ্কা সিরিজ। তাই এখন গ্রুপ অনুশীলন করছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ফিটনেস এর দিক দিয়ে বাংলাদেশ অনেক উন্নতি করেছে বলে জানিয়েছেন বিসিবির বিসিবির ট্রেইনার তুষার কান্তি হাওলাদার। জানান এভাবে চলতে থাকলে সপ্তাহ খানেকের মধ্যেই ম্যাচ ফিটনেস ফিরে পাবেন ক্রিকেটাররা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ট্রেইনার তুষার কান্তি হাওলাদার বলেন, ওরা যখন শুরু করেছিলেন; সেসময়ে সমস্যার মধ্যে ছিলেন। কেননা ওরা তিন-চার মাস ঘরের মধ্যে ছিলেন। এরপরে যখন ওরা বের হয়ে আসে, তখন অ্যাডজাস্ট করতে ওদের অনেক সময় নিতে হয়েছে। আর ঈদের পরে ওদের উন্নতি বেশ চোখে পড়ার মতো।
তুষার আরও বলেন, আগের খেলোয়াড়দের চাপ দিয়ে ফিটনেসের জন্য বলা হতো। এখন তারা নিজেদের থেকে ফিটনেসের জন্য অনেক বেশি সময় দিচ্ছেন। লঙ্কা সফরকে সামনে রেখে এরইমধ্যে বাংলাদেশে পৌঁছেছেন বিসিবির হেড অব ফিজিক্যাল পারফরম্যান্স নিক লি-ও- ফিজিও জুলিয়ান ক্যালেফাতো।কোয়ারেইন্টান শেষে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন তারা।