বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ব্যাটসম্যান সাইফ হাসানের মায়ের বাড়ি শ্রীলংকা

পৃথিবীতে অনেক ক্রিকেটার আছেন যারা এক দেশে জন্ম নিয়ে অন্য দেশের হয়ে ক্রিকেট খেলেন। বিশেষ করে ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগানের জন্মভূমি আয়ারল্যান্ড। একই দলের হয়ে খেলছেন ইংল্যান্ডের গুরুত্বপূর্ণ ক্রিকেটার জোফরা আর্চারের জন্মভূমি বার্বাডোজ এবং বর্তমান বিশ্বের সেরা অলরাউন্ডার বেন স্টোকসের জন্মভূমি নিউজিল্যান্ডে।

এছাড়াও মঈন আলি, আদিল রশিদ, সিকান্দার রাজা, উসমান খাজা, তাদের সবার বাড়ি পাকিস্তানে। তবে এবার বাংলাদেশ দলের একজন ক্রিকেটার আছেন। তিনি বলেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ ব্যাটসম্যান সাইফ হাসান। বাংলাদেশ জাতীয় দলের এই তরুণ ব্যাটসম্যান এর মা শ্রীলঙ্কান।

১৯৯৫ সালে কর্মসূত্রে সাইফের বাবা গিয়েছিলেন সৌদি আরবে। সেখানে পরিচয় হয় শ্রীলঙ্কান এক তরুণীর সঙ্গে। তাকেই বিয়ে করেন তিনি এবং ১৯৯৮ সালে তাদের ঘর আলো করে পৃথিবীতে আসেন সাইফ হাসান। এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়ে মা এবং পরিবারের সাথে দেখা করেছিলেন সাইফ হাসান।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সবকিছু ঠিকঠাক থাকলে বাংলাদেশ জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পারেন সাইফ হাসান। সেই সূত্রে আবারো শ্রীলংকা যাচ্ছেন তিনি।