শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিততে চান অধিনায়ক মমিনুল হক

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ২৩ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল। সিরিজের সময়সূচি এখনো চূড়ান্ত না হলেও ধারণা করা হচ্ছে প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ২৪ অক্টোবর। দীর্ঘদিন পর মাঠে ফিরছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘর বন্দী থাকার পর অবশেষে পুরোদমে অনুশীলন শুরু করেছে মমিনুল হক বাহিনী।

শ্রীলংকার বিপক্ষে ২০ টেস্ট ম্যাচের মধ্যে এখন পর্যন্ত মাত্র একটি টেস্ট ম্যাচ জয়লাভ করেছে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলংকা জয়লাভ করেছে আটটি ম্যাচ। তবে বাংলাদেশে দল এখন আগের থেকে অনেক শক্তিশালী। অন্যদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ হওয়ার কারণে এই সিরিজে কোন প্রকার ছাড় দেবে না বাংলাদেশ।

তাইতো শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে জিততে চান অধিনায়ক মামুনুল হক। তিন বিভাগেই ধারাবাহিক পারফরম্যান্স করতে পারলে সিরিজ জয় অসম্ভব নয় বলে মনে করেন তিনি। গতকাল এক সাক্ষাৎকারে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক বলেন, এখন সবাই ক্ষুধার্ত বাঘ হয়ে আছে। সিরিজটাকে সবাই সুযোগ হিসেবে দেখছি।

বাংলাদেশ টিমের জন্য ভালো একটা সুযোগ এটি। ভালো কিছু করার এমনকি টেস্ট সিরিজ জেতার ভালো একটা সুযোগ। তারপরও ইন্টারন্যাশনাল ক্রিকেটে চ্যালেঞ্জ তো থাকেই। ব্যাপারটা কঠিন তবে, অসম্ভব নয়। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই ধারাবাহিক পারফরমেন্সের বিকল্প নেই”।

ওয়ানডে দলের মতো টেস্টে দল তেমন ধারাবাহিক নয় ক্রিকেটাররা। বিশেষ করে বাংলাদেশের ফাস্ট বোলিং ডিপার্টমেন্ট অনেকটাই নড়বড়ে। তবে ভালো করার সামর্থ্য সবারই আছে। সবাই মিলে তিন বিভাগে ভালো করলে শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয় সম্ভব বলে মনে করেন মমিনুল।

“সামর্থ্য সবারই আছে। সবাই হয়তো নিজের স্ট্রেন্থ বুঝেনা। আমাদের দলে যারা আছে সবাই আন্তর্জাতিক ক্রিকেটে দাপট দেখানোর মতো সামর্থ্য আছে। তিন বিভাগে যখন আমরা খুব ভালো করবো আমাদের টেস্ট ম্যাচ জেতার চান্স বাড়বে”।