পুরনো ছন্দ নতুন করে ফিরে পেতে চান লিটন দাস

গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ইতিহাস বলেছিলেন ব্যাটসম্যান লিটন দাস। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুটিতেই সেঞ্চুরি করেছিলেন লিটন। যার মধ্যে একটি ছিল বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ ১৭৬ রানের ইনিংস। শুধু ওয়ানডে সিরিজে নয় এরপর টি-টোয়েন্টি সিরিজেও চমৎকার ব্যাটিং করেন তিনি। পরে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দুটিতেই পেয়েছিলেন ফিফটির দেখা। সামনে বাংলাদেশের টেস্ট সিরিজের চ্যালেঞ্জ। তাই পুরনো ছন্দেই নতুন করে আবার ফিরতে চান লিটন দাস।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করেছেন লিটন দাস। পরে লিটন বললেন, ‘মিরপুরে ফিরতে পারা নিজের অনেক ভালো লাগার। অনেকদিন পর ক্রিকেট ব্যাট ধরতে পারছি, ব্যাটিং করতে পারছি। এটা হল সবচেয়ে বড় জিনিস, উইকেটের মধ্যে ব্যাটিং করা। এ জিনিসটা অনেক স্বস্তি দিচ্ছে যে সামনে হয়ত ক্রিকেট আছে, এবং আসলেই ক্রিকেট আছে সামনে।’

‘চেষ্টা করবো সামনে যে সিরিজটা আছে, এখান থেকে প্রস্তুতি নিয়ে যেন ভালো কিছু করা যায়। সবমিলিয়ে এতদিন পর মাঠে এসে সবার সাথে দেখা হওয়াও ভালো লাগছে। যাদের সাথে সবসময় খেলি তাদের কাছে পাচ্ছি, কথাবার্তা শেয়ার করতে পারছি। এটায় নিজের কাছে অনেক ভালো লাগছে।’

‘একটা বিরতির কারণে হয়তবা ব্যাকফুটে আছি। শুধু আমি না, বোলার বলেন বা ব্যাটসম্যান, যারা একাদশে থাকবে সবাই ব্যাকফুটে থাকবে। কারণ অনেকদিনের একটা বিরতি। আগের যে সিরিজটা খেলেছি সেখানে একটা আত্মবিশ্বাস আছে অবশ্য, অতি-আত্মবিশ্বাস নেই আমার।’

‘কারণ প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। আউট হওয়ার জন্য একটা বলই যথেষ্ট, যেটা বিশ্বাস করি। এজন্য প্রতিটি বলই ফোকাস দিয়ে খেলতে হয়। চেষ্টা করছি এখানে অনুশীলনে যেন মনোযোগটা নিয়ে আসতে পারি। আগের সিরিজটা যে মনোযোগ দিয়ে শেষ করেছি, সেই মনোযোগটা যেন মাঠে আবার ফিরিয়ে আনতে পারি। মনোযোগ ও নিজের চ্যালেঞ্জটা যদি আবার নিতে পারি যে ভালো কিছু করতে হবে, মনে হয় সম্ভব ভালো কিছু করা।’