হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক।

হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক। ব্যক্তিগত অনুশীলন শুরু থেকেই মাঠে ছিলেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক। নিয়মিত অনুশীলন চালিয়ে গেছেন তিনি। তবে গতকাল থেকে অনুশীলনে যোগ দেননি মমিনুল হক। পেটের সমস্যার কারণেই অনুশীলনের যোগ দেননি তিনি জানিয়েছেন বিসিবির চিকিৎসক।

আজ (০১ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘মুমিনুলের ডায়রিয়া হয়েছে তাই সে অনুশীলনে আসেন নি। চিকিৎসকের পরামর্শে তিনি ওষুধ খাচ্ছেন। সুস্থ হলেই আবার অনুশীলনে যোগ দেবেন তিনি। তবে বর্তমানে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন মমিনুল হক।