সুরেশ রায়নার পর এবার আইপিএল থেকে নাম সরিয়ে নিচ্ছেন চেন্নাইয়ের আরো দুই ক্রিকেটার হরভজন সিং এবং জশ হ্যাজলউড

অনেক নাটকীয়তার পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতে আইপিএল আয়োজন করতে যাচ্ছে ভারত ক্রিকেট বোর্ড। কিন্তু সেখানেও বিপদে পড়তে যাচ্ছে ভারত ক্রিকেট বোর্ড। ইতিমধ্যেই চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার সুরেশ রায়না আইপিএল ত্যাগ করেছেন।

যার কারণ এখনো জানা যায়নি। তবে অনেকেই ধারণা করছেন চেন্নাইয়ের ১৩ ক্রিকেটার কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তিনি ফিরে গেছেন। তবে শুধু সুরেশ রায়নাই নয় আইপিএল ছাড়ছে আরো কিছু তারকা ক্রিকেটার। যার কারণ কোভিড-১৯।

গুঞ্জন উঠেছে চেন্নাই সুপার কিংসের আরেক ক্রিকেটার ভারতের সাবেক অফ স্পিনার হরভজন সিংও নিজেকে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। এছাড়াও একই দলের হয়ে খেলা অস্ট্রেলিয়ার ফাস্ট বোলার জশ হ্যাজলউডও করোনার মধ্যে খেলতে ভয় পাচ্ছেন।

খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা দক্ষিণ আফ্রিকার প্যাডি আপটন বলেছেন, ‘আরও অনেক খেলোয়াড় আছে যাদের মনের অবস্থা সুরেশ রায়নার মতো। আশা করছি আইপিএলের দলগুলো এটা মাথায় রাখবে। অনেক কোচের মানসিক অবস্থাও এ রকম। তিন মাসের জন্য জৈব-সুরক্ষিত পরিবেশে থাকা নিয়ে অনেক সাপোর্ট স্টাফও মানসিক লড়াই করছে।’