ফেব্রুয়ারীতে নিউজিল্যান্ড সিরিজ নিশ্চিত করলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড

করোনা ভাইরাসের কারণে বেশ কয়েকটি আন্তর্জাতিক দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। অবশেষে স্থগিত হয়ে যাওয়া সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্থগিত হয়ে যাওয়া সিরিজের মধ্যে ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে দুটি সিরিজ। যার একটি আগামী ফেব্রুয়ারিতে হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী বছর ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আজ স্থগিত হয়ে যাওয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ সিরিজ খেলতে আগামী বছরের মাঝামাঝি সময়ে বাংলাদেশে সফরে আসবেন নিউজিল্যান্ড এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।

নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড যে চারটা সিরিজের কথা বলেছে তার মধ্যে আমাদের একটা ট্যুর রয়েছে। এটা সামনের বছর ফেব্রুয়ারির দিকে হবে, সেভাবেই পরিকল্পনা রয়েছে।’

অন্যদিকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আগস্ট-সেপ্টেম্বরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চলতি বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল নিউজল্যান্ডের। এই সিরিজ নিয়ে বিসিবি সিইও বলেন, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথেও আমাদের একোতা বোঝাপড়া হয়েছে। আগামী বছর মাঝামাঝি সময়ে আমরা সিরিজটি নিশ্চিত করব।’