মাকে নিয়ে নিরাপদে দেশে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

অবশেষে দীর্ঘদিন পর দেশে ফিরলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। মঙ্গলবার দিবাগত রাত ২ টা ৫০ মিনিটে কাতার এয়ারওয়েজের ফ্লাইটে ঢাকায় আসেন সাকিব। সবকিছু ঠিকঠাক থাকলে কয়েকদিনের মধ্যেই বিকেএসপিতে অনুশীলন শুরু করবেন সাকিব আল হাসান।

তবে ১৪ দিনের কোয়ারেন্টিনে থাকা লাগবে না সাকিব আল হাসানের। দুই-একদিনের মধ্যেই তাঁর করোনা পরীক্ষা হবে। ফল হাতে পাওয়ার আগ পর্যন্ত তিনি বাড়িতেই থাকবেন। ৫ সেপ্টেম্বরের দিকে তাঁর অনুশীলনের জন্য বিকেএসপিতে যাওয়ার কথা।

পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন সাকিব আল হাসান। সন্তান সম্ভবা স্ত্রী শিশিরের পাশে থাকতেই উড়ে গিয়েছিলেন তিনি। এরপরই শুরু হয় করোনার দাপট। বিশ্বের নানা প্রান্তে দেয়া হয় লকডাউন। এরপর থেকেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি।

তবে শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দেশে ফিরছেন তিনি। ২৮ অক্টোবর থেকে সব ধরনের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সাকিব আল হাসানের উপর থেকে। ঠিক ওই সময় শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। সেই লক্ষ্য নিয়েই দেশে ফিরে বিকেএসপিতে বিশেষ অনুশিলনে নামবেন সাকিব।

বিকেএসপিতে সাকিবের আবাসিক ক্যাম্প হবে। সেখানে তাকে অনুশীলনের দায়িত্বে থাকবেন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিন। নিষেধাজ্ঞার সময়কালে সাকিব অনুশীলনের জন্য বিসিবির কোনও সুযোগ-সুবিধা ব্যবহার করতে পারবেন না।

এই কারণেই নিজ উদ্যোগে বিকেএসপিতে অনুশীলন করতে যাচ্ছেন তিনি। অক্টোবরে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু ২৪ অক্টোবর। সবকিছু ঠিক থাকলে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলার সুযোগ থাকবে সাকিবের।