ম্যাকেঞ্জির কাছ থেকে অনলাইন মিটিং করে তামিমদের সম্পর্কে পুরো ধারণা নিলেন নতুন ব্যাটিং পরামর্শ ক্রেইগ ম্যাকমিলান।

পারিবারিক কারণ দেখিয়ে হঠাৎ করেই বাংলাদেশ জাতীয় দল থেকে পদত্যাগ করেন দক্ষিণ আফ্রিকা ব্যাটিং পরামর্শ নিল ম্যাকেঞ্জি। সামনেই বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ। তাই এই সিরিজকে সামনে রেখেই দ্রুত ব্যাটিং পরামর্শক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

নিউজিল্যান্ডের সাবেক ব্যাটিং কোচ ক্রেইগ ম্যাকমিলান এখন বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক। তিন ফরম্যাটেই বাংলাদেশ দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে তাকে। সাকিব, তামিম, মুশফিকদের সম্পর্কে মোটামুটি ধারণা রয়েছে বাংলাদেশের নতুন ব্যাটিং পরামর্শ ক্রেইগ ম্যাকমিলানের।

কিন্তু বাংলাদেশ জাতীয় দলে বর্তমানে রয়েছে এক ঝাঁক তরুণ ক্রিকেটার। তাদের সম্পর্কে তেমন ধারনা নেই ক্রেইগ ম্যাকমিলানের। তাই পুরাতন ব্যাটিং পরামর্শক নীল ম্যাকেঞ্জি কাছ থেকে টাইগারদের সম্পর্কে ধারণা নিলেন ক্রেইগ ম্যাকমিলান। যার ব্যবস্থা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ এই দুইজনের মধ্যে অনলাইনের সভার ব্যবস্থা করে বিসিবি।

এনিয়ে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ‘আমরা নতুন কোচকে বলেছি ম্যাকেঞ্জির সঙ্গে কথা বলে নিতে। পুরনো তাহলে সাবেক কোচের থেকে ছেলেদের সম্পর্কে জানা সহজ হবে। দুইজনের মধ্যে দারুণ আলোচনা হয়েছে। ম্যাকেঞ্জি তার ধারণাগুলো শেয়ার করেছে।’