২২ সদস্যের দল নিয়ে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

দীর্ঘদিন পর শ্রীলঙ্কার মাটিতে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইতিমধ্যেই এই সিরিজের জন্য ঢাকা এবং ঢাকার বাইরে অনুশীলন শুরু করেছে জাতীয় দলের অধীনে থাকা সকল ক্রিকেটাররা। সবকিছু ঠিকঠাক থাকলে এই মাসের শেষ সপ্তাহে শ্রীলঙ্কায় উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।

তবেই সেই দলটি কতজনের হবে তা আছে জানিয়ে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান। তিনি সাংবাদিকদেরকে জানিয়েছেন ২১-২২ জনের একটি দল শ্রীলঙ্কা সফরে যাবে। তবে এটি হবে প্রাথমিক দল। শ্রীলঙ্কার মাটিতে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

সেখান থেকেই ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ (বুধবার) সাংবাদিকদের সাথে আলাপকালে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বলেন, ‘ঢাকা ও ঢাকার বাইরে ৩৮ জনের মতো খেলোয়াড় অনুশীলন করছে। আপাতত একটা স্কোয়াড আমরা তৈরি করেছি। এই মুহূর্তে সেটি ২৮ জনের, তবে আমরা সেটা কমিয়ে ২২ জনে নিয়ে আসবো। শ্রীলঙ্কায় ২১-২২ জন যাবে।’

শুধু তা-ই নয়, লঙ্কান বোর্ড তিন ম্যাচের টেস্ট সিরিজের সূচিও এখনও চূড়ান্ত করতে পারেনি। কবে, কোথায় ম্যাচগুলো হবে সে ব্যাপারে বিসিবি অন্ধকারে। তবুও আকরাম একটি ধারণা দিলেন, ‘শ্রীলঙ্কান বোর্ড একটা সম্ভাব্য সূচি দিয়েছে, ফাইনাল নয়। শেষ টেস্ট কলম্বোতে হবে, প্রথম দুটি ক্যান্ডিতে হওয়ার সম্ভাবনা বেশি।’