স্থগিত হয়ে যাওয়া পাকিস্তান সুপার লিগের খেলা অনুষ্ঠিত হচ্ছে নভেম্বরের মাঝামাঝি সময়ে। করোনা ভাইরাসের কারণে পাকিস্তান সুপার লিগের খেলা গত ১৭ মার্চ স্থগিত ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড। বাকি ছিল টুনামেন্টের শুধু সেমিফাইনাল এবং ফাইনালে ম্যাচ। অবশেষে সেই টুর্নামেন্টের বাকি অংশের সময়সূচি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
১৪ নভেম্বর কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মুলতান সুলতানস ও করাচি কিংস। একই দিন প্রথম এলিমিনেটরে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স বনাম পেশোয়ার জালমি। এরপর ১৫ নভেম্বর দ্বিতীয় এলিমিনেটর মুখোমুখি হবে কোয়ালিফায়ারের পরাজয়ী দল এবং প্রথম এলিমিনেটরের বিজয়ী দল। ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনালসহ টুর্নামেন্টের বাকি সব কয়টি মাঠে অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।