সুরেশ রায়নার পর এবার আইপিএল থেকে নাম সরিয়ে নিলেন হরভজন সিং

অবশেষে বাতাসে ভেসে আসা সেই গুঞ্জন সত্যি হলো। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী স্পিনার হরভজন সিং। টপ অর্ডার ব্যাটসম্যান সুরেশ রায়নার পর চেন্নাই সুপার কিংসের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন তিনি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর এবারের আসর। তবে এর আগেই বড় ধরনের সমস্যায় পড়েছে চেন্নাই সুপার কিংস। এর আগে পারিবারিক কারণ দেখিয়ে আইপিএল থেকে নিজের নাম প্রত্যাহার করে নেন সুরেশ রায়না। এবারে সেই পারিবারিক কারণ দেখিয়ে নিজের নাম সরিয়ে নিয়েছেন হরভজন সিং।

অনেক আগে থেকেই গুঞ্জন উঠছিল নাম সরিয়ে নিতে পারেন তিনি। আর সেই কারণে চেন্নাই সুপার কিংসের সতীর্থদের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে যাননি তিনি। এরপর থেকেই সন্দেহ করা হয় তাকে নিয়ে। চেন্নাই সুপার কিংসের শিবিরে দুই ক্রিকেটার সহ ১৩ জনের করোনা হওয়ায় বৃহস্পতিবার পর্যন্ত অনুশীলনও শুরু করতে পারেনি সিএসকে।

ফলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএলের উদ্বোধনী ম্যাচের আগে মহেন্দ্র সিংহ ধোনির দলের সামনে তৈরি হওয়ার জন্য খুব বেশি সময় হাতে থাকছে না। তবে একটা স্বস্তির খবর রয়েছে। যে ক্রিকেটাররা কোয়রান্টিনে ছিলেন না, তাঁদের কোভিড-১৯ পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।