গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পর ছুটি কাটাতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় ফিরে গিয়েছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। এরপর করোনা ভাইরাসের কারণে বিশ্বজুড়ে সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে গেলে নিজের দেশে আটকা পড়েন তিনি।
দীর্ঘ বিরতির পর অবশেষে বাংলাদেশে আসছেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। তার আসার কথা ছিল গত শুক্রবার। কিন্তু বিভিন্ন জটিলতার কারণে গতকাল বাংলাদেশে আসতে পারেননি তিনি। তবে অবশেষে বাংলাদেশে আসছেন রাসেল ডমিঙ্গো। দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর আগামীকাল (রবিবার) রাত ১১টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবেন তিনি।
তার সঙ্গে আসছেন স্বদেশি ফিল্ডিং কোচ রায়ান কুক ও ট্রেনার নিক লি’ও। বাংলাদেশের ফিরে বাংলাদেশের নিয়ম অনুযায়ী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন তারা। এরপরই ক্রিকেটারদের শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াডে নিয়ে অনুশীলন শুরু করবেন তিনি। প্রধান কোচ ডমিঙ্গোর তত্ত্বাবধানে ২১ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের অনুশীলন শুরু হওয়ার কথা।
কিন্তু এক ট্রেনারের করোনা ধরা পড়ার যথাসময়ে দলীয় অনুশীলন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। যদিও বিষয়টি জাতীয় দলের অনুশীলনে কোনও প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী, ‘এটা আমাদের মেডিক্যাল প্ল্যানেরই অংশ ছিল, কিছুটা বিরতি দিয়ে আবার শুরু করা হবে। সতর্কতার জন্য এই ব্যবস্থা নেওয়া।’