বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বর্তমান সময়ে সেরা প্রতিভাবান তরুণ ক্রিকেটার হিসেবে ধরা হয় অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে। অভিষেকের পর বাংলাদেশকে কিছুটা হতাশ করলেও বর্তমান সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। বাংলাদেশ ওয়ানডে এবং টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য তিনি।
এবার সাদা পোশাকে অভিষেক হতে পারে মোহাম্মদ সাইফুদ্দিন এর। শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে বাংলাদেশ দলে জায়গা করে নিতে পারেন এই তরুণ অলরাউন্ডার।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা সাইফউদ্দিনের কথা ভাবছি কেননা তার ব্যাটিংটা আমরা পাব। তবে কোনো কিছু চূড়ান্ত নয়। সাইফউদ্দিনের ফিটনেস এখানে বড় ব্যাপার। টেস্ট খেলার মতো ফিট আছে কিনা সেটি আমাদের দেখতে হবে।’
প্রথম শ্রেণীর ক্রিকেট মোহাম্মদ সাইফুদ্দিন চট্টগ্রাম বিভাগের। ৩৪ ম্যাচে ৪৯ ইনিংসে করেছেন ১২৬০ রান। গড় ৩৫.০০। সেঞ্চুরি একটি, ফিফটি ৯টি। ঝুলিতে উইকেট ৬০টি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দল।