চলতি বছরের জুলাই মাসে আইসিসির চেয়ারম্যান পদে দুই বছরের মেয়াদ পুরো হয়ে যাওয়ায় দায়িত্ব থেকে সরে দাঁড়ান ভারতীয় শশাঙ্ক মনোহর। তার সরে যাওয়ার পর থেকে এই পদটি এখনও ফাঁকা রয়েছে। শশাঙ্ক মনোহর বিদায়ের পর অন্তবর্তীকালীন হিসেবে দায়িত্বভার সামলাচ্ছেন সিঙ্গাপুরের ইমরান খাজা। তবে পূর্ণ মেয়াদে আইসিসির নতুন সভাপতি কে হচ্ছেন? সেই প্রশ্নের সুরাহা হচ্ছে না।
আইসিসি চেয়ারম্যান হওয়ার পদে রয়েছেন মোট চারজন। তার মধ্যে সবচেয়ে বেশি এগিয়ে রয়েছেন ভারতের ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী। আইসিসি সভাপতি পদের দৌঁড়ে বেশ ভালোভাবে এগিযে আছেন ভারতের সাবেক অধিনায়ক ও বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আসছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) সাবেক সভাপতি কলিন গ্রেভসের নাম। এছাড়াও আলোচনায় আছেন, নিউজিল্যান্ডের গ্রেগ বারক্লে ও ওয়েস্ট ইন্ডিজের ডেভ ক্যামেরুন।
তবে কিছুদিন আগে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল আইসিসির চেয়ারম্যান পদে থাকতে পারেন পাকিস্তানের ক্রিকেট বোর্ডের সভাপতি এহসান মানি। কিন্তু বর্তমানে এই আসন নিয়ে ভাবছেন না তিনি।
তবে মানি নিজে পরিষ্কার করেছেন, আপাতত এই আসন নিয়ে ভাবছেন না তিনি। বর্তমানে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে আরও শক্তিশালী করতে চান তিনি। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড সভাপতি এহসান মানির চাওয়া, ক্রিকেটের তিন মোড়লের কেউ যেন এই দায়িত্ব না পায়।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মানি বলে, ‘এই সময়ে আইসিসির চেয়ারম্যান হওয়ার ইচ্ছে নেই। অনেকেই আমাকে নিয়ে আগ্রহ দেখিয়েছে, সেখানে দেখতে চেয়েছে। আমি স্পষ্ট জানিয়েছি, এখন পাকিস্তান ক্রিকেটে সময় দেওয়া প্রয়োজন।’
তবে নিজে না হলেও ‘বিগ থ্রি’র প্রতিনিধি হিসেবে কাউকে আইসিসির সর্বোচ্চ আসনে দেখতে চান না মানি, ‘এখনো সিদ্ধান্ত ঝুলিয়ে রাখাটা দুঃখজনক। ২০১৪ সালে অস্ট্রেলিয়া, ভারত ও ইংল্যান্ড নিজেদের অবস্থান শক্ত করতে যে রাজনীতির সূচনা করেছিল, সেটিতে এখন তারাই ভয় পাচ্ছে। এটা থেকে বের হয়ে আসতে তারা নিজেরাই আবার সংগ্রাম করছে।