শ্রীলংকা প্রিমিয়ার লিগে অধিনায়কের দায়িত্ব পাচ্ছেন শহীদ আফ্রীদি

বাংলাদেশ সিরিজের আগে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শ্রীলংকা প্রিমিয়ার লিগ। দীর্ঘদিন পর শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। কিন্তু আইপিএলের কারণে টুর্নামেন্ট পিছিয়ে দিতে বাধ্য হয়েছে শ্রীলংকা ক্রিকেট বোর্ড।

সবকিছু ঠিকঠাক থাকলে নতুন সূচি অনুযায়ী আগামী ১৪ নভেম্বর থেকে পাঁচটি দল নিয়ে শুরু হতে যাচ্ছে লঙ্কা প্রিমিয়ার লিগ। শ্রীলংকার পাঁচটি বড় শহরের নাম হবে দলগুলি। কলম্বো, ক্যান্ডি, গল, ডাম্বুলা ও জাফনা- এই পাঁচটি শহরের নামে খেলবে পাঁচটি দল।

এরই মধ্যেই দল গোছাতে শুরু করে দিয়েছে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি। সবার আগে শ্রীলংকা প্রিমিয়ার লিগে দল পেয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। তাকে দলে নিয়েছে ‘গল’ ফ্র্যাঞ্চাইজি।

শুধু দলেই নেয়া হয়নি, তার কাঁধে দিতে যাচ্ছে অধিনায়কের দায়িত্বও। এমনটাই জানিয়েছে লঙ্কান গণমাধ্যম ‘দ্য আইসল্যান্ড’। এই দলের প্রধান কোচের দায়িত্ব দেয়া হচ্ছে আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার মঈন খানকে।