শ্রীলঙ্কায় ২ টি তিনদিনের এবং ৫ টি একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল

শ্রীলঙ্কা সিরিজের জন্য সব ধরনের পরিকল্পনা করে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। চার্টার্ড ফ্লাইটে করে ২৭ সেপ্টেম্বর শ্রীলংকার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ দলের দুটি দল। শ্রীলঙ্কায় গিয়ে কলম্বো থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে ডাম্বুলায় ২০-২৫ দিনের মত অনুশীলন করবে বাংলাদেশ দল।

সেখানে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল দুটি তিনদিনের এবং পাঁচটি এক দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। এর আগে এই ভেনুতে একাধিক আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। নিজেদের অনুশীলনের পাশাপাশি এইচপির ক্রিকেটাররা জাতীয় দলের অনুশীলনে সাহায্য করবে।

বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘শ্রীলঙ্কা ক্রিকেট কলম্বো বাদে কয়েকটি অপশন আমাদের দিয়েছিল ক্যাম্প করার। আমাদের কাছে মনে হয়েছে ডাম্বুলা সবচেয়ে ভালো। আমরা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেইনি। ডাম্বুলাতে আমরা আগেও গিয়েছিলাম। সেখানের অভিজ্ঞতা ভালো। কখনো লম্বা সময়ের জন্য যাওয়া হয়নি এটা ঠিক। তবে ডাম্বুলাতেই হতে পারে ক্যাম্প।’