বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। স্কোয়াডে ফাস্ট বোলারদের কে বেশি প্রাধান্য দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। ঠিক তেমনটিই করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও সপ্তাহখানেক আগে বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ইঙ্গিত দিয়েছিলেন একাদশের ৩ ফাস্ট বলার রাখার।
শুধু তাই নয় শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের চূড়ান্ত স্কোয়াডে দেখা যেতে পারে পাঁচজন ফাস্ট বোলার। ইতিমধ্যেই বাংলাদেশের এসে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। গুঞ্জন উঠেছে আগামীকাল প্রধান কোচের সাথে বৈঠকে বসতে পারে নির্বাচকরা। এরপরে শ্রীলংকার বিপক্ষে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। স্কোয়াডে দেখা যেতে পারে পাঁচজন ফাস্ট বোলার।
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের ফাস্ট বোলিং ডিপার্টমেন্টে নিয়মিত মুখ আবু জাহেদ চৌধুরী রাহি। টেস্ট ক্রিকেটে বর্তমান সময়ে তিনি একমাত্র ধারাবাহিক ফাস্ট বোলার। তাই তার দলে থাকা একপ্রকার নিশ্চিত। টেস্ট ক্রিকেটের জন্য বাংলাদেশের স্পেশালিস্ট বোলার হিসেবে শ্রীলঙ্কা সিরিজের যাচ্ছেন এবাদত হোসেন।
মূলত গতির কারণ এই শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে আবারও সুযোগ পাচ্ছেন তিনি। তবে শ্রীলঙ্কা সিরিজের সবচেয়ে বড় চমক হতে পারে হাসান মাহমুদ। ঘরোয়া ক্রিকেট লিগের দুর্দান্ত পারফরম্যান্স করা এই ফাস্ট বোলারকে দেখা যেতে পারে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডে। তার প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়াতে পারেন বাংলাদেশ জাতীয় দলের তরুণ অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন।
তবে এবার কপাল খুলছে তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের। সর্বশেষ দুই বছর আগে বাংলাদেশ টেস্ট দলের হয়ে মাঠে নেমেছিলেন তাসকিন আহমেদ। তালিকায় শেষ ফাস্ট বোলার মোস্তাফিজুর রহমান। মূলত শ্রীলংকার উইকেট বিবেচনা করেই মোস্তাফিজুর রহমানকে দলে রাখাছে ক্রিকেট বোর্ড।