ক্রিকেট ময়দানে ফিরতে বিকেএসপিতে ব্যক্তিগতভাবে অনুশীলন শুরু করে দিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের সাথে এবার বিকেএসপিতে অনুশীলনে দেখা যাবে জাতীয় দলের অলরাউন্ডার আফিফ হোসেনকে। তবে সাকিব আল হাসানের সাথে সরাসরি অনুশীলন করার সুযোগ পাচ্ছেন না তিনি। সাকিব আল হাসান এর কাছাকাছি থেকে কিছু শিখতে চান আফিফ হোসেন।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ধ্রুব বলেন, ‘সাকিব ভাইয়ের সঙ্গে সরাসরি কাজ করছি না। তবে উনার কাছাকাছি থাকলে বাড়তি কিছু শিখতে পারবো সেজন্যই আসা। বিকেএসপির পুরনো ছাত্র হিসেবে জাতীয় দলের ক্যাম্প শুরুর আগের সময়টা কাজে লাগাতেই মূলত আমার পুরনো কোচদের সাথে কাজ করতে চাইছি।’
করোনা টেস্টে উত্তীর্ণ হয়ে বিকেএসপিতে অনুশীলন করতে গিয়েছেন আফিফ। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিকেএসপিতে যারাই আসে তারা অনুমতি পাওয়ার আগেই করোনা টেস্টে নেগেটিভ হতে হয়। আমিও আসার আগে করোনা টেস্ট করেছি, নেগেটিভ আসাতেই এখানে এসেছি।’