শেষ টি-টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে হোয়াইট ওয়াশের হাত থেকে বাঁচল অস্ট্রেলিয়া

অবশেষে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ এর হাত থেকে বাঁচালো অস্ট্রেলিয়া। গতকাল (মঙ্গলবার) ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে জয় লাভ করেছে অস্ট্রেলিয়া। এইদিন টসে জিতে ফিল্ডিং করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই ইংল্যান্ডের ওপেনার টম বাটনের উইকেট তুলে নেন জশ হ্যাজেলউড।

২ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড মালান এবং জনি বেয়ারস্টো যোগ করেন ৪৯ রান। ১৮ বলে ২১ রান করে অ্যাডাম জাম্পার বলে আউট হয়ে হন ডেভিড মালান। দলীয় ৭৬ রানের মাথায় ৪৪ বলে তিন টিচার এবং তিনটি ছক্কা সাহায্যে ৫৫ রান করে আউট হন জনি বেয়ারস্টো।

শেষের দিকে অধিনায়ক মইন অালীর ২৩ এবং জো ডেনলির ২৯ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করে ইংল্যান্ড। প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ভালো করতে না পারায় এই ম্যাচ থেকে বাদ পড়েছেন ডেভিড ওয়ার্নার। তবে সেই জায়গায় সুযোগ পাওয়া ম্যাথু ওয়েড তেমন ভালো করতে পারিনি।

দলীয় ৩১ রানের মাথায় ১৪ জন করে উডের বলে আউট হন ওয়েড। এরপর মার্কাস স্টয়নিসকে সাথে নিয়ে চাপ সামাল দেন অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তবে দলীয় ৭০ রানের মাথায় ২৬ রান করে মার্কাস স্টয়নিস আউট হলে কিছুটা চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

কারণ এরপরে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন গ্রীন ম্যাক্সওয়েল ৬ রান, অধিনায়ক অ্যারন ফিঞ্চ ৩৯ রান এবং স্টিভ স্মিথ ৩ রান। তবে এদিন অস্ট্রেলিয়ার মান রেখেছেন মিচেল মার্শ এবং অ্যাস্টন এগার। ১৩ বলে ১৬ রান করে অ্যাস্টন এগার এবং ৩৬ বলে ৩৯ রান করে অপরাজিত থাকেন মার্শ।