শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর একটি হবে শ্রীলংকা ‘এ’ দলের (প্রেসিডেন্ট একাদশ) এর বিপক্ষে। প্রথমে শোনা যাচ্ছিল করণা ভাইরাসের কারণে শ্রীলংকার কোন দলের বিপক্ষে কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারবে না বাংলাদেশ দল।
কিন্তু শেষপর্যন্ত লঙ্কান ক্রিকেট বোর্ডকে রাজি করাতে পেরেছে বিসিবি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৭ সেপ্টেম্বর ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ এইচপি এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
সেখানে বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের বিপক্ষে দুই তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। এরপর শ্রীলংকার প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে আরো একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।
শ্রীলঙ্কা সফরে এইচপি দলের সঙ্গে ৫ ও ১১ অক্টোবর দুটি এবং লঙ্কা ‘এ’ দলের (প্রেসিডেন্ট একাদশ) বিপক্ষে ১৮ অক্টোবর আরো একটি সহ মোট তিনটি, তিনদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।