শ্রীলঙ্কায় যাচ্ছে ৩ তরুণ লেগ স্পিনার

দীর্ঘদিন ধরে একজন ভাল মানের লেগ স্পিনার খুঁজছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিভিন্ন সিরিজে বিভিন্ন লেগ স্পিনারদেরকে দিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছে বিসিবি। কিন্তু কেউই নামের প্রতি সুবিচার করতে পারেনি। ২০১৫ সালের পর বাংলাদেশ টেস্টের দলে নেই কোনো লেগ স্পিনার। কিছুদিন আগে বাংলাদেশ টি-টোয়েন্টি দলে হয়ে খেলেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব।

কিন্তু তরুণ এই লেগ স্পিনারকে দিয়ে এখনই টেস্ট ম্যাচ খেলাতে চায়না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে শ্রীলঙ্কায় বাংলাদেশ এইচপি দলে থাকছেন তিনজন লেগ স্পিনার। সবকিছু ঠিকঠাক থাকলে আজ বিকালে অথবা আগামী কালের মধ্যেই শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের প্রাথমিক স্কোয়াডে বাংলাদেশ এইচপি দল ঘোষণা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

স্কোয়াডে একপ্রকার চূড়ান্ত হয়ে গেছে এখন শুধু বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের অনুমোদন পেলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বাংলাদেশের জাতীয় দলে কোন লেগস্পিনারের না থাকলেও বাংলাদেশে এইচপি দলের তিনজন লেগ স্পিনার থাকছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

যদিও তাদের নাম এখনো উল্লেখ করেননি তিনি। তবে ধারণা করা হচ্ছে এইচপি দলে বাংলাদেশ টি-টোয়েন্টি দলের নিয়মিত লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবের থাকাটা একপ্রকার নিশ্চিত।

এছাড়াও তরুণ লেগ স্পিনার মিনহাজুল আবেদীন আফ্রিদি ও রিশাদ হোসেনকে ভবিষ্যতের ভাবনায় তৈরি করছে বিসিবি। দিয়েছে বিদেশি দলের বিপক্ষে ‘এ’ দল, বিসিবি একাদশের হয়ে খেলার সুযোগ। এইচপি দলে বাকি দুই লেগস্পিনার কারা হতে পারেন, সে উত্তর মেলে সহজেই।

প্রথম শ্রেণির ক্রিকেটে ২১ বছর বয়সী মিনহাজুলের অভিষেক হয় সবশেষ মৌসুমে। চট্টগ্রামের এ তরুণ গুগলি বোলার চার ম্যাচে নেন ৮ উইকেট। রংপুরের ছেলে রিশাদের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। বাড়তি বাউন্স আদায় করতে দক্ষ ১৮ বছরের এ তরুণের দিকেও চোখ আছে নির্বাচকদের।

টেস্ট দলে গত পাঁচ বছরে লেগস্পিনার দেখা না গেলেও এইচপিতে তিন লেগির উপস্থিতি নতুন করে দেখাচ্ছে আশার আলো। মূল লড়াইয়ে নামার আগে শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সঙ্গে তিন দিনের প্রস্তুতি ম্যাচও বড় সুযোগ হয়ে আসছে এই তরুণ লেগিদের জন্য।