আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। ইতিমধ্যেই আইপিএল নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা এবং বিশ্লেষণ। প্রতিবাদী আইপিএলে হট ফেভারিট দল হিসেবে অংশগ্রহণ করে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস।
আইপিএলের তিনবারের চ্যাম্পিয়ন হয়েছে এই দলটি। এবারের আসরে এই দলটিকে অন্য দলগুলোর থেকে এগিয়ে রেখেছেন অস্ট্রেলিয়ার সাবেক ফাস্ট বোলার ব্রেট লি। নিজের ইনস্টাগ্রামে এক ভক্তের প্রশ্নের জবাবে ব্রেট লি বলেন, ‘আসলে বলা খুব কঠিন। তবে আমি সিএসকের (চেন্নাই সুপার কিংস) পক্ষে যাব।’
চেন্নাই সুপার কিংস তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন। মহেন্দ্র সিং ধোনির দল আইপিএলেও অন্যতম ফেবারিট। তবে এবার বেশ বিপদেই আছে দলটি। করোনায় শিবিরের ১৩ সদস্য আক্রান্ত, ফলে দুবাইয়ে গিয়েও সময়মতো অনুশীলনে নামতে পারেনি চেন্নাই।
তার আগে খেয়েছে আরও বড় ধাক্কা। দলের দুই সিনিয়র ক্রিকেটার সুরেশ রায়না আর হরভজন সিং ব্যক্তিগত কারণ দেখিয়ে টুর্নামেন্ট থেকে সরে গেছেন। সবমিলিয়ে বহুমুখী চাপে চেন্নাই সুপার কিংস।
চেন্নাই সুপার কিংস : শেন ওয়াটসন, অম্বাতি রায়ডু, ফাফ ডুপ্লেসিস, সুরেশ রায়না, কেদার যাদব, এন জগদেশন, মুরলী বিজয়. ঋতুরাজ গাইকোয়াড়, এম এস ধোনি, ডোয়েন ব্র্যাভো, রবীন্দ্র জাডেজা, মিচেল স্যান্টনার, মনু সিংহ, হরভজন সিংহ, ইমরান তাহির, কর্ণ শর্মা, লুঙ্গি এনগিডি, দীপক চাহার, শার্দুল ঠাকুর, কেএম আসিফ, পিযুষ চাওলা, স্যাম কুরান, জস হ্যাজেলউড, আর সাই কিশোর।