২০২৩ বিশ্বকাপে বাংলাদেশকে ফেভারিট মানছেন এবি ডি ভিলিয়ার্স

ক্রিকেট বিশ্বে খুবই কম ব্যাটসম্যানই আছেন যারা তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে পারফরম্যান্স করতে পারেন। তাদের মধ্যে অন্যতম একজন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটসম্যান বর্তমান সময়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলছেন তিনি।

গত বছর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শুভ সূচনা করেছিল বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেটের উন্নতিতে চোখ পড়েছে এবি ডি ভিলিয়ার্সের। দিন দিন বাংলাদেশের ক্রিকেট যেভাবে এগোচ্ছে তাতে ২০২৩ বিশ্বকাপ জিততে পারে বাংলাদেশে বলে জানিয়েছেন এই কিংবদন্তি ব্যাটসম্যান।

বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন এবি ডি ভিলিয়ার্স। সেখান থেকে গতকাল বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জি’র এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সেখানে বাংলাদেশ দলকে নিয়ে এবি ডি ভিলিয়ার্স বলেন, ‘প্রতিবারই তাদের সুযোগ বাড়ছে। বাংলাদেশ অনেক অভিজ্ঞতা অর্জন করেছে। অনেক প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসছে। তাদের সুযোগ দিন দিন বাড়ছে। পরের বার বাংলাদেশ ট্রফিও জিততে পারে। দেখা যাক কি হয়”।