কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পেলেন আমেরিকান ক্রিকেটার আলী খান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার আলী খান। বেশ কয়েক বছর ধরেই দুর্দান্ত খেলছেন যুক্তরাষ্ট্রের এই ফাস্ট বোলার। সর্বশেষ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে তার দল ত্রিনবাগো নাইট রাইডার্স। যা ছিল শাহরুখ খানের দল। ‌এই দলে দুর্দান্ত পারফরম্যান্স করে আইপিএলে দলে সুযোগ করে নিয়েছেন তিনি। ইংলিশ পেসার হ্যারি গার্নির পরিবর্তে কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলবেন।

গত কয়েক মৌসুম ধরেই সিপিএলের নিয়মিত পারফর্মার আলি খান। এমনকি গত বছরেও কলকাতা নাইট রাইডার্সের রাডারে স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে ছিলেন তিনি। প্রায় নিয়মিতই ঘণ্টায় ১৪০ কিমি. গতিতে বোলিং করতে পারেন আলি খান। একইসঙ্গে স্লগ ওভারে ইয়র্কারের জন্য বিশেষ পরিচিতি রয়েছে তার।

২০১৮ সালে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি টুর্নামেন্টের মাধ্যমে প্রথম বড় মঞ্চে সুযোগ পান আলি খান। সেখানে তার অধিনায়ক ড্যারেন ব্রাভোই তাকে নিয়ে আসেন সিপিএলে এবং নিজের অভিষেক মৌসুমে ১২ ম্যাচে ১৬ উইকেট নিয়ে আলোড়ন তোলেন তিনি। সিপিএলের বাইরে বিপিএল এবং পিএসএল খেলারও অভিজ্ঞতা রয়েছে তার।