আমাদের দুজনের মধ্যে অনেক মিল আছে : এবি ডি ভিলিয়ার্স

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০১৮ সালে রংপুর রাইডার্স এর হয়ে খেলেছিলেন বিশ্ব তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। ওই মৌসুমের রংপুর রাইডার্স এর অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সর্বকালের সেরা অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ক্রিকেট বিশ্বে এই দুজনের মধ্যে অনেকটাই মিল আছে বলে জানিয়েছেন এবি ডি ভিলিয়ার্স।

ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকফ্রেঞ্জিতে এক লাইভ অনুষ্ঠানে ডি ভিলিয়ার্স বলেছেন, ‘আমাদের মধ্যে অনেক মিল রয়েছে এবং এ কারণেই আমরা এত ভালোভাবে মিশতে পারি। তার মধ্যেও হার না মানা গুণটা রয়েছে এবং সেও চাপের মুহূর্তে লড়তে পছন্দ করে। চাপের সময় সামনে থেকে এগিয়ে আসা মানুষ হতে ভালোবাসে সে। তাই আমাদের মধ্যে অনেক মিল রয়েছে।’

এসময় অধিনায়ক মাশরাফির প্রশংসায় ডি ভিলিয়ার্স আরও বলেছেন, ‘এমন অনেক বিষয় আছে যা আমরা একসঙ্গে দেখি এবং খেলোয়াড় হিসেবে উপভোগ করি। তার অধীনে খেলা খুবই উপভোগ করেছি আমি। যেহেতু চাপের মুহূর্তেও অধিনায়ক শান্ত থাকত, তাই আমি খুব মজা করতে পেরেছি। ব্যক্তি খেলোয়াড়ের কথা বাদ দিয়ে সে সবসময় দলীয়ভাবে চিন্তা করতো।’