বোলিংয়ে নিয়ন্ত্রণ ফিরে পেয়েছেন মেহেদী হাসান মিরাজ

সামনে শ্রীলঙ্কা সিরিজ। পুরোদমে এখন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে অনুশীলন। একটু দেরিতে হলেও মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করে দিয়েছেন বাংলাদেশ টেস্ট দলে নিয়মিত ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ। অনেকদিন পর বলিনি শুরু করে স্বস্তি লাগছে মেহেদী হাসান মিরাজের। সেইসাথে পুরনো ছন্দ ফিরে পাচ্ছেন তিনি।

আজ (রোববার) অনুশীলনের ফাঁকে মিরাজ সংবাদমাধ্যমকে বলেন, ‘অনেকদিন পর সবাইকে বোলিং করেছি। সব ব্যাটসম্যানকেই মোটামুটি বল করেছি। আমার নিজের কাছে অস্বস্তি লেগেছে, ভাল বল হয়নি। কিন্তু আজকে (রোববার) বোলিং করে একটু ভালো অনুভব করছি।

ব্যাটসম্যান যারা আছে তারাও অনেকদিন পর মাঠে নেমেছে, তারাও অনেক ভালো খেলছে। বিশেষ করে আমি যদি আরেকটু ভালো বল করি তাহলে আরও ভালো হবে। আসলে সবাই দ্রুত নিজের জায়গাটায় ফিরে আসতে চেষ্টা করছে। আশা করি সব ব্যাটসম্যান, বোলাররা খুব তাড়াতাড়ি নিজের জায়গায় ফিরে আসবে।’

ফিট থেকে ছন্দে ফেরার চেষ্টা ভালোভাবেই করছেন জানালেন মিরাজ, ‘মিরপুরে অনেকদিন পর বোলিং শুরু করেছি। অন্তত ৫-৬ মাস পর এখানে বোলিং শুরু করেছি। তিন চারদিন হল বোলিং করছি আমি, ভালো লাগছে। কিন্তু অনেকদিন পরে বোলিংয়ে ফিরাতে নিয়ন্ত্রণ থাকছে না, অস্বস্তি লাগছে। তারপরও যতটুক সম্ভব নিজেকে ফিট করে তাড়াতাড়ি মাঠের খেলায় ফেরার চেষ্টা করছি।’