শ্রীলঙ্কা সফরে যাচ্ছে না বাংলাদেশ এইচপি দল। অনিশ্চিত জাতীয় দলের টেস্ট সিরিজ

অনিশ্চিত হয়ে পড়েছে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর। আগামী ২৭ সেপ্টেম্বর ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলংকা উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। কিন্তু এখন পর্যন্ত এই সফরের ভেন্যু এবং দিনক্ষণ চূড়ান্ত করেনি লঙ্কা ক্রিকেট বোর্ড। শুধু তাই নয় শ্রীলঙ্কার স্বাস্থ্য মন্ত্রণালয়ের নীতিমালায় উল্লেখ করা হয়েছে ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে সফরকারী দলের ক্রিকেটারদের।

এ সময়ে করা যাবে না অনুশীলনও। তাই এখন নতুন করে বিপদে পড়তে যাচ্ছে দুই ক্রিকেট বোর্ড। যদিও শ্রীলংকা ক্রিকেট বোর্ড সাত দিনের কোয়ারেন্টাইনে রাজি হয়েছে। কিন্তু শ্রীলংকা সরকার বলছে ১৪ দিনের কোয়ারেন্টাইনে অবশ্যই থাকতে হবে ক্রিকেটারদের। শুধু তাই নয় জাতীয় দলের সাথে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল বাংলাদেশে এইচপি ক্রিকেট দলের।

শেষ পর্যন্ত মনে হচ্ছে শ্রীলঙ্কায় যাওয়া হবেনা বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের। এ ব্যাপারে বিসিবি পরিচালক ও এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয় বললেন, ‘দুই বোর্ড এখন পর্যন্ত একমত হয়েছে ৭ দিনের কোয়ারেন্টাইন। শ্রীলঙ্কান স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা বলছে ১৪ দিনের কোয়ারেন্টাইন।

একই সাথে আগে যেটা ছিল কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় আমরা অনুশীলন করতে পারবো কিন্তু এখন সেটাতেও নিষেধ আসছে। কাজেই আমরা আমাদের পর্যবেক্ষণ তাদের জানাচ্ছি। এটা শ্রীলঙ্কা বোর্ডের নিয়ন্ত্রণে না, স্বাস্থ্য মন্ত্রণালয়ের, অনেক ব্যাপার আছে। সফরে সদস্য সংখ্যাও কমানোর চিন্তা ভাবনা করছে। সেটাও একটা ইস্যু।’

জাতীয় দল এবং এইচপি দল মিলে সর্বমোট ৬৫ জনের মতো শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল। কিন্তু এতেও আপত্তি আছে শ্রীলঙ্কা সরকারের। শ্রীলঙ্কা সফরে বিজিবি সদস্য সংখ্যা কমিয়ে আনার জন্য অনুরোধ করেছে দেশটি। তাই শ্রীলঙ্কা সফরে নাও যেতে পারে বাংলাদেশে এইচপি ক্রিকেট দল। শ্রীলঙ্কায় এইচপি ক্রিকেট দলের বিপক্ষে একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ দলের।