তামিম মুশফিকদের সাথে নিয়ে অনুশীলনে নেমে পড়লেন জাতীয় দলের প্রধান ৩ কোচ

অবশেষে দীর্ঘদিন পর ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। সাথে ছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান বোলিং কোচ ওটিস গিবসন ও ফিল্ডিং কোচ রায়ান কুক। শ্রীলঙ্কা সিরিজ কে সামনে রেখে এতদিন একক অনুশীলন করেছেন ক্রিকেটাররা। তবে কিছুদিন হল দলীয় অনুশীলন করছেন তামিম মুশফিকরা।

১৪ দিনের কোয়ারেন্টিন পূরণ হওয়ার আগেই ক্রিকেট দলের অনুশীলনে যোগ দিয়েছেন তারা। এর আগে দুইবার করোনা টেস্ট করানো হয় কোচিং স্টাফদের। দুইবার নেগেটিভ আসার পর স্বাস্থ্য অধিদপ্তরের কাছে আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে ইতিবাচক সাড়া পেয়েছে বিসিবি।