বাংলাদেশ এইচপি দলের ক্যাম্প নিয়ে বিসিবির নতুন পরিকল্পনা

বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের শ্রীলঙ্কা সিরিজ একপ্রকার অনিশ্চিত। দীর্ঘ বিরতির পর শ্রীলঙ্কা সফর দিয়ে বাংলাদেশে এইচপি দলের ক্যাম্প শুরু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রীলংকা ক্রিকেট বোর্ডের দেওয়া বিভিন্ন শর্ত অনুযায়ী বাংলাদেশ এইচপি দলের শ্রীলঙ্কা ক্যাম্প কঠিন হয়ে দাঁড়িয়েছে। তবে বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এইচপি ক্যাম্প নিয়ে নতুন করে ভাবনা শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে নিজেদের পরিকল্পনার বিষয়টিও জানিয়েছেন এইচপি ইউনিটের চেয়ারম্যান নাঈমুর রহমান দুর্জয়।

সফর বাতিল হলে এইচপি ক্যাম্প নিয়ে পরিকল্পনার কথা জানাতে গিযে গণমাধ্যমকে এইচপি চেয়ারম্যান দু্র্জয় বলেন, ‘শ্রীলঙ্কা সিরিজটিতো আমাদের দ্বিপাক্ষিক সিরিজ ছিল। সেটা না হলে আমরা আমাদের ক্যাম্প শুরু করে দেওয়ার প্ল্যান করছি। ক্যাম্পটা এখন যেহুতু অনূর্ধ্ব-১৯ দল বিকেএসপিতে করছে ওটা শেষ হলে সেখানেই করতে পারি।’

‘স্বাভাবিকভাবে এইচপির ক্যাম্পটাতো একাডেমিতে হয়, সে সুযোগটা আমাদের আছেই। মাঠ কোন সমস্যা না। আমাদের বেশ কিছু মাঠ আছে যেগুলো বোর্ড পরিচালনা করে। আবাসনটা চিন্তা করতে হবে, মাঠের কাছাকাছি ব্যবস্থা করার জন্য।’- যোগ করেন দুর্জয়।

জাতীয় দলের শ্রীলঙ্কা সফর বাতিল হওয়ার সম্ভাবনা প্রসঙ্গে বিসিবির এই পরিচালক যোগ করেন, ‘করোনার কারণে তো অনেক কিছুই হচ্ছে যা আমরা আশা করি না। তারপরেও বাস্তবতা মেনে নিতে হবে তারা যেহেুত ম্যানেজ করতে পারছে না। ক্রিকেটারদের সংখ্যা বা সাপোর্ট স্টাফদের সংখ্যা কমানোর নির্দেশনা দিয়েছে। এইচপির যে ব্যাপারটা জাতীয় দলকে সাহায্য করে, যেহেতু তারা অনেক সুযোগ সুবিধা দিচ্ছে না।’

‘এখন আমরা যেটা আয়োজন করে নিতাম সেটাও হচ্ছে না। তাই আমাদের নতুন করে ভাবতে হবে। নতুন ভাবনা বলতে জাতীয় দলের কোচিং স্টাফরা যেহেতু চলে আসছে তারা তাদের প্রস্তুতি নেবে। আমরাও আমাদের এইচপির ক্যাম্পটা শুরু করে দেওয়ার চেষ্টা করবো।’