কিছুদিন আগেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক ভাইরাল হয় রাজধানীর পল্টনে মা ছেলের ক্রিকেট খেলার দৃশ্য। ১১ বছর বয়সী ছেলেকে নিয়ে ক্রিকেট খেলছেন মা ঝর্ণা আক্তার। এরপর মাছরাঙ্গা টেলিভিশনের প্রকাশিত এক সংবাদে ১১ বছর বয়সে ছেলে ইয়াসিন জানান তার প্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম। এবং বড় হয়ে তিনি হতে চান একজন ক্রিকেটার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই ছবিটি চোখে পড়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টপ অর্ডার ব্যাটসম্যান উইকেটকিপার মুশফিকুর রহিমের। আজ সকালে রাজধানীর বনানী মাঠে সেই মা ছেলের সাথে দেখা করেন মুশফিকুর রহিম। এই সময় উপহার হিসাবে ইয়াসিনের জন্য মুশফিকুর রহিমের নিজের জার্সি, গ্লাভস উপহার দেন। এই সময়ে ইয়াসিনকে নিজের থেকেও বড় ক্রিকেটার হতে উৎসাহিত হয়।
উপহার হস্তান্তর শেষে ইয়ামিনের উদ্দেশ্যে মুশফিকুর রহিম বলেন, ‘আমি চাই তুমি আমার চাইতেও বড় হও, ইনশাআল্লাহ। তোমার একটা আশা পূরণ হয়েছে আমার সাথে দেখা করা। তোমার আরেকটা আশা বাকি আছে, এমন কিছু করতে হবে যেন উনি তোমাকে ডাকে।