শ্রীলঙ্কা সিরিজের পরিবর্তে ৪ দল দিয়ে টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে দীর্ঘ সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। কিন্তু বিভিন্ন ইস্যুর কারণে সেই সিরিজ এখন বাতিল হওয়ার অপেক্ষায়। তবে শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হলে বসে থাকবেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

এই সময়ে ঘরোয়া ক্রিকেট লীগের ওপর বিশেষ নজর দিতে পারে বিসিবি। গত মার্চে স্থগিত হয় ঢাকা প্রিমিয়ার লিগ। তাই গুঞ্জন উঠেছে শ্রীলঙ্কা সিরিজ স্থগিত’ হলে পুনরায় আবার ঢাকা প্রিমিয়ার লিগ চালু করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ এমনটাই বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব ইসমাঈল হায়দার মল্লিক।

সাংবাদিকদের সাথে আলাপকালে আজ তিনি বলেন, ‘আমরা শ্রীলঙ্কাকে জবাব দিয়েছি। তাদের উত্তরের অপেক্ষায় আছি। যদি শেষ পর্যন্ত তারা এমন কঠিন অবস্থান ধরে রাখে আমরা খেলবো না। তা হলে আমরা বসেও থাকবো না। আমাদের ভাবনায় আছে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করা।

এছাড়াও চাইছি নিজেদের মধ্যে একটি টি-টোয়েন্টি লিগের আয়োজন করতে। টি-টোয়েন্টি লিগ যদি করি সেটি হয়তো চারটি দল নিয়ে। বলা যেতে পারে কর্পোরেট লিগের মতো করে একটি আসর হতে পারে।’