এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আনুষ্ঠানিকভাবে কোনো সিদ্ধান্তের কথা জানায় নি লঙ্কান ক্রিকেট বোর্ড। আজ দুপুরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির প্রধান আকরাম খান জানিয়েছেন এখনো শ্রীলংকা ক্রিকেট বোর্ডের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাননি তারা। তাই এখনও শ্রীলঙ্কা সিরিজ নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে।
‘শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড যে শর্ত জুড়ে দিয়েছে, তা মেনে কিছুতেই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়া সম্ভব না’- এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি এই মন্তব্যের পর গতকাল শ্রীলংকা একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে লঙ্কান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যদি শ্রীলঙ্কা সফর করে তাহলে ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকতেই হবে।
শ্রীলংকার স্বাস্থ্য মন্ত্রণালয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে যে কোয়ারেন্টাইন শর্ত দিয়েছে তা পরিবর্তনের সুযোগ নেই। এদিকে শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বিসিবির আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা ছিল ১৮ সেপ্টেম্বর।
ঐদিন স্কোয়াডের সুযোগ পাওয়া ক্রিকেটারদের বাড়ি বাড়ি গিয়ে করোনাভাইরাস পরীক্ষার নমুনা সংগ্রহের মধ্য দিয়েই শুরু হওয়ার কথা ছিল শ্রীলঙ্কা সিরিজের আনুষ্ঠানিকতা। কিন্তু এখন পর্যন্ত দলই ঘোষণা করতে পারিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তাই প্রথম ধাপে করোনাভাইরাস পরীক্ষা স্থগিত হতে যাচ্ছে।