ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে সেঞ্চুরি করে টি-টোয়েন্টি ক্রিকেটের দারুন একটি মাইলফলক স্পর্শ করলেন বাবর আজম

বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অনেকেই বাবর আজমকে ভারতের বিরাট কোহলির সঙ্গে তুলনা করেন। তবে তিনি যে একজন বিশ্বমানের ব্যাটসম্যান তা তিনি প্রমাণ করেছেন। সেই ধারাবাহিকতায় আবারও দারুন একটি মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের পর বর্তমানে ইংল্যান্ডের জনপ্রিয় টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্ট খেলছেন। গতকাল সামারসেটের হয়ে দুর্দান্ত একটি সেঞ্চুরি করেছেন বাবর আজম। বুধবার গ্ল্যামারগানের বিপক্ষে ৬২ বলে খেলেছেন ১১৪* রানের দুর্দান্ত এক ইনিংস।

তবে এই সেঞ্চুরিতে দারুন একটি রেকর্ড গড়েছেন বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ৩ নম্বর ব্যাটসম্যান হিসেবে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ১৫০ ম্যাচে ১৪৫ ইনিংস ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচে ৪২.৯৪ গড়ে করেছেন ৫ হাজার ১১০ রান। এছাড়া পাকিস্তানের হয়ে খেলেছেন ৪১ টি ম্যাচ। ৪৯.৯৩ গড়ে করেছেন ১ হাজার ৫৪৮ রান।

বাবর এই তালিকায় ৩ নম্বরে রয়েছেন বর্তমানে। এক নম্বরে আছেন ইউনিভার্স বস খ্যাত ক্যারিবীয় তারকা ক্রিস গেইল। গেইল ১৩২ ইনিংসে পূর্ণ করেছিলেন ৫ হাজার রান, শন মার্শের লেগেছিল ১৪৪ ইনিংস। চার নম্বরে থাকা অ্যারন ফিঞ্চ ১৫৯ ও মাইকেল ক্লিংগারের লেগেছিল ১৬২ ইনিংস।