তিন দিনের ছুটি শেষে আজ আবারো অনুশীলনে নামছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কা সিরিজ স্থগিত হয়ে যাওয়ার পর এখন ঘরোয়া ক্রিকেট লীগে মনোযোগ দিচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররা। আগামী মাসে ৬ দল নিয়ে একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
তবে এর আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। প্রাথমিক স্কোয়াডে থাকা ২৬ জন ক্রিকেটারকে নিয়ে আগামীকাল শুরু হচ্ছে প্রথম দুই দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর ৬ অক্টোবর আরো একটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে তামিম-মুশফিকরা।
এরপর আগামী ১৩ অক্টোবর একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ক্রিকেটাররা। এই ম্যাচ কে সামনে রেখে ইতিমধ্যেই ৩ আম্পেয়ারকে আইসোলেশনে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।