দুই দিনের ম্যাচ হলেও দারুন প্রস্তুতি হয়েছে জানালেন টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক

দীর্ঘ সাত মাস পর মাঠে ফিরে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি দেখা পেয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। প্রস্তুতি ম্যাচে আজ ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তিনি। ২২০ বল মোকাবেলা করে ১৪ টিচার এবং একটি ছক্কায় সাহায্যে ১১৭ রান করে অপরাজিত ছিলেন তিনি।

তবে ম্যাচ শেষে বাংলাদেশ দলের অধিনায়ক জানালেন উদ্দেশ্য রান করা ছিল না বরং কন্ডিশন ও দীর্ঘদিন পর খেলতে নেমে ক্রিকেটের সঙ্গে নিজেকে মানিয়ে নেয়া। তাই চেয়েছিলেন দিনভর ব্যাটিং করতে।

‘চিন্তা ছিল যে শুধু রানের জন্য না খেলে সারাদিন যেন ব্যাটিং করতে পারি। বিশেষ করে অনেক দিন ধরে খেলার মধ্যে ছিলাম না তাই কন্ডিশন বলেন, সব কিছুর সঙ্গে মানিয়ে নেয়ার চেষ্টা করেছি। যখন আমরা টেস্ট ম্যাচ শুরু করব তখন আবার নতুন করে শুরু করতে হবে। প্রায় ৬-৭ মাস তো এভাবে ছিলাম না তাই চেষ্টা করেছিলাম টেস্ট ম্যাচে যেরকম ইনভল্বমেন্ট থাকি, যেরকম সিচুয়েশন থাকে সেভাবে খেলি।’

দুই দিনের জন্য হলেও প্রস্তুতি টা দারুন হয়েছে বলে জানিয়েছেন মমিনুল হক। দুই দলের ক্রিকেটাররা ম্যাচ টি দারুণ উপভোগ করেছেন বলে জানিয়েছেন তিনি। সেই সাথে প্রস্তুতিটাও অনেক ভালো হয়েছে বলে মনে করেন মমিনুল হক।

‘প্রথমে খেলা শুরু হবার আগে একটু চিন্তিত ছিলাম। চিন্তিত থাকাটাই স্বাভাবিক। কেন না ৬-৭ ম্যাস ধরে আমরা খেলার বাইরে ছিলাম, শুধু অনুশীলন করেই গেছি। তো প্রথমে একটু নার্ভাস ছিলাম। শেষ দুইদিন আমি মনে করি আমাদের ভালো প্রস্তুতি হয়েছে। বিশেষ করে পেস বোলারদের, এছাড়া ব্যাটসম্যানদের যারা রান করছে তাদের। দুইদিনের খেলা হলেও আমি খুব উপভোগ করেছি।’