গত শুক্রবার এবং শনিবার দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচে অংশগ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। দুই ভাগে ভাগ হয়ে প্রস্তুতি ভালই হয়েছে জানিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। এরপর আগামী সোমবার এবং মঙ্গলবার আরো একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল।
তবে এরপর আরও একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ক্রিকেটারদের। কিন্তু সেটি আর হচ্ছে না। তার পরিবর্তে তিন দল নিয়ে একটি ওয়ানডে ক্রিকেট লিগ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্যদের পাশাপাশি এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশ এইচপি ক্রিকেট দলের সদস্যরা। আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে এই সিরিজটি। শনিবার এই সিরিজের নিয়ে আলোচনায় বসে ছিল বিসিবির শীর্ষ কয়েকজন কর্মকর্তা।
সেখানে উপস্থিত ছিলেন ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান, এইচপির প্রধান নাঈমুর রহমান দূর্জয়, দুই নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার এবং জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো।