আইসিসি ওয়ানডে র্র্যাংকিংয়ে ৩ অথবা ৪ নম্বারের মধ্যে যেতে চাই আমরা : প্রধান কোচ রাসেল ডমিঙ্গো

টেস্ট এবং টি-টোয়েন্টি ফরম্যাটে থেকে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে ওয়ানডে ক্রিকেটে। এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশ অনেক শক্তিশালী একটি দল। ‌নিজেদের ঘরের মাটিতে যে কোন দলের বিপক্ষে টক্কর দিতে পারে বাংলাদেশ। এছাড়াও বর্তমান সময় বিদেশের মাটিতে অনেক সাফল্য পাচ্ছে বাংলাদেশ।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। দায়িত্ব নেওয়ার পর তিনি জানিয়েছিলেন বাংলাদেশ দলকে ওয়ানডে ফরমাটে র্যাঙ্কিংয়ে ৩-৪ এর মধ্যে দেখতে চান তিনি। দুঃখজনক হলেও এই ১৩ মাসে তিনি দায়িত্ব নেয়ার পর মাত্র একটি ওয়ানডে সিরিজ খেলেছে বাংলাদেশ।

এ বছর মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে ঐই সিরিজে সবকটি ম্যাচে জয়লাভ করেছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। তবে এখনো ভেঙে পড়েননি তিনি। রাসেল ডমিঙ্গো এখনো বিশ্বাস করেন ওয়ানডে ফরমাটে র্যাঙ্কিংয়ে ৩-৪ এর মধ্যে থাকা সম্ভব।

“দুর্ভাগ্যজনকভাবে, খেলাই বন্ধ হয়ে আছে লম্বা সময় ধরে। এই এক বছরে আমরা কেবল তিনটি ওয়ানডে খেলেছি, র‍্যাঙ্কিংয়ের উন্নতির ক্ষেত্রে এটাই চ্যালেঞ্জ। তবে আমি বিশ্বাস করি, আমরা খুব ভালো ওয়ানডে দল। ওয়ানডের উপযোগী ক্রিকেটার অনেক আছে দলে, ছেলেরা ওয়ানডে খুব উপভোগ করে। আমি সত্যিই বিশ্বাস করি, ওয়ানডেতে আমরা সেরা তিন-চারে যেতে পারি। অবশ্যই পারি।”