দিনেশ কার্তিকের পরিবর্তে ইয়ন মরগানকে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক করার দাবি

আইপিএলে এবার আসরে শুরুটা মোটামুটি ভালই করেছে কোলকাতা নাইট রাইডার্স। চার ম্যাচের মধ্যে দুই ম্যাচে জয়লাভ করে পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে রয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে মাত্র চার মাচ পরই সমালোচনার মুখে পড়েছে অধিনায়ক দীনেশ কার্তিক।

প্রশ্ন উঠেছে তার অধিনায়কের দায়িত্ব নিয়ে। কলকাতার সমর্থকদের একাংশ দাবি করেছেন, অবিলম্বে যেন কেকেআরের অধিনায়ক পদ থেকে সরিয়ে ফেলা হয় দীনেশ কার্তিককে!

দীনেশ কার্তিককে ক্যাপ্টেন্সি থেকে সরাতে কলকাতার সমর্থকরা সোশ্যাল মিডিয়াতে #NotMyCaptain হ্যাশট্যাগ ছড়াতে শুরু করেছেন। চার ম্যাচে ক্যাপ্টেন কার্তিকের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।

সমর্থকদের একাংশ বলছেন, খাতায়-কলমে এবার কলকাতা অন্যতম সেরা দল। তবুও কার্তিকের কিছু অবাঞ্ছিত ভুলের মাশুল দিতে হচ্ছে গোটা দলকে। শনিবারও দিল্লির বিরুদ্ধে ম্যাচে হেরেছে কলকাতা।

আর তারপর থেকেই কার্তিককে সরানোর দাবি আরও জোরালো হয়েছে।দিনেশ কার্তিক এর পরিবর্তে এবারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগ্যানকে ক্যাপ্টেন করা দাবি জানিয়েছে অনেকে।