সানরাইজার্স হায়দ্রাবাদকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল মুম্বাই ইন্ডিয়ান্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। আজ দিনের প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ ৩৭ রানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। আগে ব্যাট করে সানরাইজার্স হায়দ্রাবাদ কে ২০৯ রানের টার্গেট দেয় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে ব্যাট করতে নেমে ১৭৪ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ।

টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় মুম্বাই ইন্ডিয়ান্স। সন্দ্বীপ শর্মার করা ইনিংসের পঞ্চম বলে ৬ রান করে ফেরেন রোহিত। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি সূর্যকুমার যাদব আর কুইন্টন ডি ককের, যে জুটিতে যাদবের অবদানই বেশি। ১৮ বলে ৬ বাউন্ডারিতে ২৭ রান করা এই ব্যাটসম্যানকে আউট করেন সিদ্ধার্থ কাউল।

তবে ঠিকই চালিয়ে খেলতে থাকেন কুইন্টন ডি কক। ছক্কা হাঁকিয়ে ৩২ বলে ফিফটি পূর্ণ করেন বাঁহাতি এই ড্যাশিং ব্যাটসম্যান। ইশান কিষাণকে নিয়ে তৃতীয় উইকেটে ৪৪ বলে ৭৮ রানের জুটি গড়ে শেষ পর্যন্ত রশিদ খানের ফিরতি ক্যাচ হন ডি কক। ৩৯ বলে গড়া তার ৬৭ রানের ঝড়ো ইনিংসটি ছিল ৪টি করে চার ছক্কায় সাজানো।

পরের ওভারে সন্দ্বীপকে তুলে মারতে গিয়ে মনিশ পান্ডের সুপারম্যান-ক্যাচ হন ২৩ বলে ৩১ করা কিষাণ। হাতে ৬ উইকেট ছিল, ১৫ ওভারের পর তাই হাত খুলেই খেলতে পেরেছেন হার্দিক পান্ডিয়া আর কাইরন পোলার্ড।

দারুণ ব্যাটিংয়ে হার্দিক ১৯ বলে ২টি করে চার ছক্কায় ২৮ রান করে ইনিংসের শেষ ওভারে সিদ্ধার্থের শিকার হন। কিন্তু তিনি আউট হওয়াতে যেন বিপদ আরও বাড়ে হায়দরাবাদের। ভাই ক্রুনাল পান্ডিয়া বাকি চারটি বলের একটিকেও যে রেহাই দেননি! ২টি বাউন্ডারি আর ২টি ছক্কায় ৪ বলেই ২০ রানের ইনিংস খেলেন ক্রুনাল। ১৩ বলে ৩ ছক্কায় তার সঙ্গে ২৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন পোলার্ড।

বিস্তারিত আসছে..