আইপিএলের টানা তিন ম্যাচে হারের পর পয়েন্ট টেবিলের একদম তলানিতে অবস্থান করছিল মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। তবে আজ বড় জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস। কিংস ইলেভেন পাঞ্জাবের দেওয়া ১৭৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ফাফ দু প্লেসিস এবং শেন ওয়াটসনের দুর্দান্ত ব্যাটিংয়ে ১০ উইকেটে জয় লাভ করেছে চেন্নাই সুপার কিংস।
দুবাইয়ে লোকেশ রাহুলের দায়িত্বশীল ব্যাটিং আর নিকোলাস পুরানের মারকুটে ইনিংসে ভর করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৪ উইকেটে ১৭৯ রানের টার্গেট দাঁড় করায় কিংস ইলেভেন পাঞ্জাব। জবাবে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে বিনা উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চেন্নাই সুপার কিংস।
শেন ওয়াটসন ৫৩ বলে তিনটি ছক্কা এবং ১১টি চারের সাহায্যে ৮৩ এবং অন্য প্রান্তে ফাফ দু প্লেসিস ৫৩ বলে ১ টি ছক্কা এবং ১১টি চারের সাহায্যে করেন ৮৭ রান।
টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ সূচনা করে কিংস ইলেভেন পাঞ্জাব। লোকেশ রাহুল আর মায়াঙ্ক আগারওয়াল ৪৮ বলের উদ্বোধনী জুটিতে তুলেন ৬১ রান। নবম ওভারে পিযুষ চাওলাকে আক্রমণে আনেন মহেন্দ্র সিং ধোনি। প্রথম বলেই সাফল্য।
চাওলাকে তুলে মারতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন আগারওয়াল (১৯ বলে ২৬)। ছোটখাটো এক ঝড় তুলেছিলেন মানদ্বীপ সিং। ১৬ বলে ২ ছক্কায় ২৭ রান করা এই ব্যাটসম্যানকে এক্সট্রা কভারে ফাঁদ পেতে রাইডুর ক্যাচ বানিয়েছেন রবীন্দ্র জাদেজা।
৪৬ বলে ফিফটি পাওয়ার পর রাহুল হাত খুলেছেন। ১৫তম ওভারে শার্দুল ঠাকুরকে ছক্কা মেরে পঞ্চাশ করে টানা আরও দুটি চার হাঁকান পাঞ্জাব অধিনায়ক। অন্যপ্রান্তে নিকোলাস পুরানও চালিয়েছেন। ৩২ বলে তারা যোগ করেন ৫৮ রান।
১৮তম ওভারে এসে টানা দুই বলে দুই ব্যাটসম্যানকে তুলে নেন শার্দুল ঠাকুর। বল আকাশ সমান উঁচুতে তুলে আউট হন পুরান, ১৭ বলে ১ চার আর ৩ ছক্কায় করেন ৩৩। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ হন রাহুল।
৫২ বলে গড়া তার ৬৩ রানের ইনিংসটি ছিল ৭ চার আর ১ ছক্কায় সাজানো। এই জোড়া ধাক্কায় সেট দুই ব্যাটসম্যানকে হারিয়ে রানের গতি অনেকটাই কমে যায় পাঞ্জাবের। শেষ ১৮ বলে তারা তুলতে পারে মাত্র ২৬ রান।