প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ নাজমুল একাদশের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে মাহমুদুল্লাহ একাদশ। টসে জিতে ব্যাট করতে নেমে ভালোই শুরু করেন তুই ওপেনার লিটন দাস এবং নাঈম শেখ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত তিন ওভারে বিনা উইকেটে ১৭ রান সংগ্রহ করেছে মাহমুদুল্লাহ একাদশ। লিটন দাস ৭ এবং নাঈম শেখ ৯ রান করে অপরাজিত রয়েছেন।
খেলাটি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন
মাহমুদুল্লাহ একাদশ : মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), মোহাম্মদ নাইম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), সাব্বির রহমান রুম্মন, ইমরুল কায়েস, এবাদত হোসেন চৌধুরী, মোহাম্মদ রুবেল হোসেন, আবু হায়দার রনি, রাকিবুল হাসান ও আমিনুল ইসলাম বিপ্লব।
নাজমুল একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, তাসকিন আহমেদ, আল আমিন হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ, মোহাম্মদ নাইম হাসান ও রিশাদ আহমেদ।