টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধরনের দুঃসংবাদ শুনতে হয়েছে মাহমুদুল্লাহ একাদশকে। ইনজুরির কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েছেন তাদের দুই গুরুত্বপূর্ণ ফাস্ট বোলার হাসান মাহমুদ এবং মৃত্তুঞ্জয় চৌধুরি।
গতকাল নাজমুল একাদশের বিপক্ষে হাসান মাহমুদের পরিবর্তে খেলেছিলেন আবু হায়দার রনি। এছাড়াও গত কালকে একাদশে ছিলেন না আরেক তরুণ ফাস্ট বোলার মৃত্তুঞ্জয় চৌধুরি। ইনজুরির কারণে এখন পুরো টুর্নামেন্ট থেকে বাদ পড়েছেন এই দুই ফাস্ট বোলার।
এই দুইজনের পরিবর্তে মাহমুদুল্লাহ একাদশে ডাক পেয়েছেন আবু হায়দার রনি এবং সুমন খান। গতকাল নাজমুল একাদশের বিপক্ষে একাদশে ছিলেন আবু হায়দার রনি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানান, ‘হাসান মাহমুদ আর মুত্যুঞ্জয় চৌধুরী নিপুন দুজনই ইনজুরড। তাদের বিকল্প হিসেবে আমরা রিয়াদ একাদশে স্ট্যান্ডবাই থেকে দু’জন পেসারকে নিয়েছি। একজন আবু হায়দার রনি। আরেকজন সুমন খান।’