তামিমের সঙ্গে ইনিংস শুরু করতে আমি মুখিয়ে আছি : তামিম ইকবাল

প্রেসিডেন্ট কাপ ওয়ানডে সিরিজে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে তামিম একাদশ বনাম মাহমুদুল্লাহ একাদশ। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে দুপুর ১:৩০ মিনিটে। সরাসরি দেখা যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ফেসবুক পেজে।

প্রথম ম্যাচে তামিম ইকবাল একাদশে তামিম ইকবালের সাথে ওপেনিংয়ে দেখা যেতে পারে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ক্রিকেটার তানজিদ হাসান তামিম। জুনিয়ার তামিমকে নিয়ে শুবই আশাবাদী অধিনায়ক তামিম ইকবাল।

“কালকে তামিমের সঙ্গে, মানে আরেক তামিমের সঙ্গে আমি ওপেন করব। আপাতত আমরা সবাই একটু কনফিউজড হয়ে যাচ্ছি। এতদিন তো বেশির ভাগই আমাকে তামিম ভাই করে ডেকে আসছে, এখন অনেক ‘তামিম’ ‘তামিম’ শোনা যায়। ডাক শুনে আমরা দুজনই তাকাই অনেক সময়। আমি বলেছি যে ওকে যদি অন্য কোনো নামে ডাকা যায় তাহলে ভালো হয়!”

“যতটুকু ওকে দেখলাম, ওকে খুবই রোমাঞ্চকর মনে হচ্ছে। খুবই সম্ভাবনাময়। দুই-তিন দিন ওর সঙ্গে নেট করেছি। বাংলাদেশের জন্য খুব প্রতিশ্রুতিশীল একজন বলে মনে হয়েছে। আশা করি, এই টুর্নামেন্ট ওর খুব ভালো যাবে। ওর সঙ্গে ইনিংস শুরু করতে আমি মুখিয়ে আছি।”