বর্তমান সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সেরা ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বিগত কয়েক বছর ধরে দুর্দান্ত ফর্মে রয়েছে এই উইকেটকিপার ব্যাটসম্যান। তবে করোনাভাইরাস এর পর ব্যাট হাতে তেমন একটি ভালো করছেননা মুশফিকুর রহিম। কোথায় যেন নিজেকে হারিয়ে ফেলেছেন তিনি।
প্রেসিডেন্ট কাপ এর আগে ২ টি ২ দিনের প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন তিনি। এরপর প্রেসিডেন্ট কাপের প্রথম ম্যাচে ও রান পাননি তিনি। সবচেয়ে বড় কথা এই তিন ম্যাচেই বোল্ড আউট হয়েছেন মুশফিকুর রহিম। প্রথম দু’দিনের প্রস্ততিমূলক ম্যাচে মাত্র ৩ রানে আউট হন মুশফিক।
পেসার হাসান মাহমুদের পেস ও সুইংয়ের কাছে পরাস্ত হন তিনি। দ্বিতীয় প্রস্তুতিমূলক ম্যাচে পেসার রুবেল হোসেনের বলে ১১ রানে বোল্ড হন মুশফিক। মাহমুদুল্লাহ একাদশ ও নাজমুল একাদশের মধ্যকার প্রথম ওয়ানডে ম্যাচে বাজেভাবে আউট হন মুশফিকুর রহিম। পেসার ইবাদত হোসেনের ফুল লেন্থ ডেলিভারিতে ৮ বলে ১ রান করে আউট হন মুশফিক।
গত তিন মাসে ধারাবাহিকভাবে অনুশীলন করার পরও তিন ইনিংসে ব্যর্থতা। কিন্তু মুশফিকের ফর্মে ফেরা নিয়ে আত্মবিশ্বাসী বিসিবি প্রেসিডেন্টস কাপের এক দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। মুশফিক দ্রুতই রানে ফিরবেন বলে মনে করেন তিনি, ‘ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত সে এবং এক-দু’টি ম্যাচে তার ব্যর্থতায় আমি চিন্তিত নই। খুব দ্রুত-ই রানের দেখা পাবেন।’